তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

অবশ্যই এটি একটি ঐতিহাসিক ঘটনা : আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন আইন দীর্ঘদিনের দাবি। রাজনৈতিক দলগুলোর যেমন দাবি, তেমনি সাধারণ মানুষেরও দাবি ছিল। সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। গত ৫০ বছরে আমরা এই আইনটি করতে পারিনি। এর ব্যর্থতা বা দায় আমাদের সবার। ৫০ বছর পর গতকাল মহান জাতীয় সংসদে যে আইনটি পাস হলো, অবশ্যই এটি একটি ঐতিহাসিক ঘটনা। ৫০ বছর পর হলেও আইনটি হলো। এখন আইন অনুযায়ী, নির্বাচন কমিশন হবে এবং নির্বাচন পরিচালনা হবে।
এতদিন প্রয়োজন ছিল আইনের। জনগণের দাবি পূরণ হলো। আজ থেকে সংশোধনীসহ আইনের যাত্রা শুরু হলো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আইন অনুযায়ী, সার্চ কমিটিতে একজন নারী সদস্য রাখা হয়েছে, এটি খুব ইতিবাচক, যা নারীর ক্ষমতায়নকেই ইঙ্গিত করে। অন্যদিকে আইনটি কার্যকর করার পর আরো কিছু পরিবর্তন-পরিমার্জনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। পরে সময়মাফিক আইনে তা সংযোজন ও বিয়োজন সব করা যাবে। ৫০ বছর পর আইন করায় সরকারের শুভবুদ্ধিকে স্বাগত জানাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়