চট্টগ্রামে রিকশা-বাসের সংঘর্ষে যাত্রী নিহত

আগের সংবাদ

ইসি গঠন বিল ‘তড়িঘড়ি’ পাস : বিএনপি ও জাপার তীব্র বিরোধিতা > সার্চ কমিটিতে থাকবেন একজন নারী সদস্য

পরের সংবাদ

৪৬৫ কোটি টাকার চুক্তিতে আনুশকা

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : করোনা আবহে বাজারে টিকে থাকতে বিনোদন দুনিয়া এখন ঝুঁকছে ওটিটি প্লাটফর্মগুলোতে। বলিউডের বড় বড় সব সেলিব্রিটিও এই অতিমারির সময় বড় পর্দার পাশাপাশি পা রেখেছেন ওটিটিতে। আর এরই মাঝে জানা গেল, বলিউড অভিনেত্রী, প্রযোজক আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর সঙ্গে আগামী ১৮ মাসে প্রায় আটটি সিনেমা ও সিরিজ নির্মাণের জন্য চুক্তি করেছে বিশ্বজুড়ে জনপ্রিয় দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও। জানা গেছে, ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৫ কোটি টাকা) চুক্তিতে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা চুক্তিবদ্ধ হয়েছেন নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিওর সঙ্গে। যদিও কারো তরফ থেকেই এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। তবে নেটফ্লিক্সের মুখপাত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, দ্রুত এই প্রজেক্টের তিনটি কাজ তাদের প্ল্যাটফর্মে দেখানো হবে। যদিও এ প্রসঙ্গে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যামাজন। এদিকে এই প্রজেক্টের একটি কাজ যে ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের গল্প নিয়ে আনুশকা শর্মা অভিনীত আসন্ন ‘চক্র এক্সপ্রেস’ সিনেমা সেটির ব্যাপারে নেটফ্লিক্স এরই মধ্যে নিশ্চিত করেছেন। শাহরুখ খানের বিপরীতে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছিলেন আনুশকা। এরপর থেকেই সিনে পর্দা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন অভিনেত্রী। তবে নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ চালু রেখেছেন তিনি। ২০১৩ সালে ভাই কর্নেশ শর্মাকে সঙ্গে নিয়ে যেটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়