চট্টগ্রামে রিকশা-বাসের সংঘর্ষে যাত্রী নিহত

আগের সংবাদ

ইসি গঠন বিল ‘তড়িঘড়ি’ পাস : বিএনপি ও জাপার তীব্র বিরোধিতা > সার্চ কমিটিতে থাকবেন একজন নারী সদস্য

পরের সংবাদ

ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে চুরি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুরে সাব-রেজিস্ট্রার অফিসের এজলাস কক্ষ, নকল অফিস ও খাস কামরায় আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে পুরনো কোর্ট ভবন উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা সাব-রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান দরজার গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। এজলাস অফিস কক্ষ ও খাস কামরার ৭টি আলমারি ও ১০টি লকারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করে। উপজেলা সাব-রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা বলেন, কী কী চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সব কিছু গোছানোর পর জানা যাবে কোনো দলিল চুরি হয়েছে কিনা। তবে অফিস কক্ষের একটি ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, নৈশপ্রহরী থাকার পরও কীভাবে চুরি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে এখনো অভিযোগ পাইনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়