চট্টগ্রামে রিকশা-বাসের সংঘর্ষে যাত্রী নিহত

আগের সংবাদ

ইসি গঠন বিল ‘তড়িঘড়ি’ পাস : বিএনপি ও জাপার তীব্র বিরোধিতা > সার্চ কমিটিতে থাকবেন একজন নারী সদস্য

পরের সংবাদ

আন্তর্জাতিক কাস্টমস দিবস : ইআরএফসহ সার্টিফিকেট অব মেরিট পেলেন যারা

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বেনাপোল কাস্টম হাউসকে অংশীজন হিসেবে অবদান রাখার জন্য সার্টিফিকেট অব মেরিট ও সম্মামনা স্মারক দেয়া হয়েছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পাওয়া এনবিআরের ১৭ কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট শওকত আলী সাদী, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিম, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. ফজলুর রহমান, চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোহাম্মদ তাফসির উদ্দিন, এনবিআরের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের যুগ্ম কমিশনার এস এম শামসুজ্জামান, ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার আয়েশা আক্তার, এনবিআরের কাস্টমস মূল্যায়নের দ্বিতীয় সচিব রাকিবুল হাসান, ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মো. খায়রুল আলম, এনবিআরের মূসক আইন বিভাগের দ্বিতীয় সচিব কাজী রেজাউল হাসান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ডেপুটি কমিশনার সমরজিৎ দাস, এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব স¤প্রীতি প্রমানিক, কমলাপুর আইসিডি কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নূর-এ-হাসনা সানজিদা আনুসূয়া, চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম, ঢাকা কমিশনারেটের সহকারী কমিশনার মো. মাহবুবুল আলম, ভ্যাট গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান ও এনবিআরের সিআইসির সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মজিবুর রহমান।
প্রসঙ্গত, বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।
২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এ দিনটিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে। এবারে ১৪ম আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়