নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

রাবি ক্যাম্পাসে ছয় মাদকসেবী আটক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত ৬ মাদকসেবীকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাবির সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন নগরীর ধরমপুর এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে শাহ জালাল, মোস্তফা নুরুল ইসলামের ছেলে আল ফারিউল ইসলাম, শাহিনের ছেলে সাফিনুর ইসলাম সিহাব, কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম এবং বিনোদপুর এলাকার মইনুল ইসলামের ছেলে ইকতিয়াজ রিফাত ও কাজলা মোড় এলাকার আশাফুদ্দৌলার ছেলে ইমরানুল ইসলাম।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী জানান, সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে কয়েকজন যুবক মাদক সেবন করছেন- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করা হয়। তাদের কাছে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে। আটক ছয়জনের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়