নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

রাজশাহীতে সনেটো ক্লাবের শীতবস্ত্র পেল ২০০ পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ’৭১-এর চেতনায় কাজ করা মাদক-সন্ত্রাস ও নারী নির্যাতনবিরোধী সামাজিক সংগঠন ‘সনেটো ক্লাব’।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর বেলদারপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে আয়ারল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবী পিনাকি রঞ্জন দত্ত, তার স্ত্রী মিসেস পিনাকি ও মেয়ে এবং সনেটো ক্লাবের সভাপতি কিশোর কুমার দত্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসাধারণ সম্পাদক সাঈদ হাসান ভুট্টু, এ বি এম নুর হোসেন, সদস্য আব্দুল হান্নান, শাহাবাজ উদ্দিন বাদশা ও মো. শামসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে অতিথিরা বলেন, সনেটো ক্লাবের এমন ইতিবাচক উদ্যোগে অসহায়-শীতার্ত মানুষের মুখে হাসি ফুটবে। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত।
এ ক্লাব আগামীতেও নানা জনমুখী কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন শীতবস্ত্র বিতরণ শেষে করোনা সচেতনতায় প্রায় ৪ হাজার মাস্ক বিতরণ করেন সংগঠনটির নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়