নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

যে কারণে বার্সায় ফিরলেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আর্জেন্টিনায় বড়দিন উদযাপন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মেসি। সেখান থেকে ফিরে ২৩ জানুয়ারি ৩১ দিন পর রাঁসের বিপক্ষে খেলতে নামেন মেসি। পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো ৬২ মিনিটে তাকে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামান। মেসি ৩০ মিনিট খেলে গোল না পেলেও তার দল ৪-০ গোলে জয় পেয়েছে। কিন্তু মাঠে ফিরে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের থেকে বিশেষ এক টি-শার্ট উপহার পেয়েছেন মেসি। ফ্রান্সের জাতীয় ক্যাথলিকের দায়িত্বে থাকা ইমানুয়েল গোবিলিয়ার্ড সেটি মেসির হাতে তুলে দিয়েছেন সেটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সঙ্গে মেসির ছবিটি দিয়ে তাকে লেখতে দেখা গেছে, আমরা একসঙ্গে দোয়া করেছি এবং সে আমাদের বলেছে দোয়াটা তার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টানদের ধর্মগুরু ভ্যাটিক্যান সিটির পোপ ফ্রান্সিস মেসি ও আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর ভক্ত। এর আগে মেসি গত বছরের অক্টোবর মাসে পিএসজির ৩০ নম্বর জার্সিটি ফ্রান্সের প্রধানমন্ত্রী জেয়ান কাসটেক্সের মাধ্যমে পোপ ফ্রান্সিসের কাছে পৌঁছে দেয়।
রাঁসের বিপক্ষে ম্যাচ শেষে মেসি পাড়ি দেন কাতালোনিয়ায় তার সাবেক সতীর্থ জাভির জন্মদিন উদযাপন করতে। গত বছরের আগস্টে বার্সেলোনা ছেড়ে ২ বছরের চুক্তিতে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পের সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে এখন খেলছেন পিএসজির জার্সি গায়ে। কাতালোনিয়া থেকে বিদায় নিলেও শহরটির সঙ্গে এখনো সম্পর্ক শেষ হয়ে যায়নি তার। শৈশব থেকে এখানেই বেড়ে ওঠা তার, যে কারণে সুযোগ পেলেই এখনো বার্সেলোনায় ঘুরে যান তিনি। কিন্তু তার এবারের বার্সেলোনায় আসাটা দারুণ সমালোচনার জন্ম দিয়েছে। হঠাৎ করেই পুরনো ক্লাবে ফিরে সাবেক সতীর্থ ও বার্সেলোনার বর্তমান কোচ জাভির সঙ্গে গোপনে বৈঠকে বসেন এ আর্জেন্টাইন সুপারস্টার।
গতকাল ২৫ জানুয়রি ছিল জাভির জন্মদিন। ৪২ বছরে পা দেন স্প্যানিশ সাবেক এ ফুটবল তারকা। স্প্যানিশ সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জাভির ৪২ পা দেয়া উপলক্ষে স্থানীয় এক জাপানি খাবারের রেস্তোরাঁয় ডাকা হয় এই গোপন বৈঠক। আর সেটি পালন করতেই প্যারিস থেকে স্পেনে ছুটে যান মেসি। বার্সেলোনার সিনিয়র দুই সদস্য জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও উপস্থিত ছিলেন সেই রেস্তোরাঁয়।
মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, সেই গোপন বৈঠকে আরো উপস্থিত ছিলেন পেপে কস্তা, বার্সেলোনার সাবেক এক কর্মকর্তা, যিনি মেসির খুব কাছের মানুষও।
বার্সায় থাকাকালে জাভির সঙ্গে শেয়ার করেছেন ড্রেসিংরুম। ন্যু ক্যাম্পে জাভি-ইনিয়েস্তা-মেসি ত্রয়ী যে ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছে তা ছিল সময়ের সেরা দর্শকদের চোখে। মেসি ক্লাব ছাড়লেও তার পুরনো সতীর্থ কোচ হয়ে কাতালোনিয়ায় ফেরার পর এটি ছিল তার প্রথম জন্মদিন। আর সেই জন্মদিন পালন করতেই মেসি চলে এলেন স্পেনে। গোপন এ বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
বৈঠক শেষে বেরিয়ে আসার পর মেসিকে এ প্রশ্ন করা হলেও পিএসজি তারকা এ বিষয়ে মুখ খোলেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়