নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

চট্টগ্রামে রিকশা-বাসের সংঘর্ষে যাত্রী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরীর আগ্রাবাদে রিকশা-বাসের সংঘর্ষে ষাটোর্ধ্ব এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৬১)। তিনি নগরের ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার মফিজ সওদাগরের বাসায় ভাড়ায় থাকতেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ইসলামিক ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে রিকশা করে যাচ্ছিলেন মো. আনোয়ার হোসেন। এ সময় দ্রুতগামী ৬নং বাসের সঙ্গে সংঘর্ষ হলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। ইসমাইল নামের এক পথচারী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিকশা চালকের খোঁজ পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়