নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

গৌরীপুরে আধুনিক কসাইখানা চালু

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে নিরাপদ মাংস নিশ্চিতে আধুনিক স্লটার হাউসের (কসাইখানা) উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় গরু জবাই করে এই স্লটার হাউসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দাউদকান্দি উপজেলা উন্নয়ন তহবিলের টাকায় এই আধুনিক স্লটার হাউসটি নির্মাণ করা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কসাইদের উদ্দেশে বলেন, সরকারি নির্দেশনায় এখন থেকে আধুনিক স্লটার হাউসে গরু জবাই করে নির্দিষ্ট স্থানে মাংস বিক্রি করতে হবে। যত্রতত্র গরু জবাইসহ মাংস বিক্রি না করার অনুরোধ করেন তিনি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়