প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

সোনাগাজীতে অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী) থেকে : ফেনীর সোনাগাজীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ধৃত যুবকের নাম নুর ইসলাম রাসেল (৩৪)। সে উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়ির আব্দুল করিমের ছেলে ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে সোনাগাজী উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনালা বন্দুক ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, সোমবার সকালে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃত রাসেলকে সোনাগাজী থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন জানান, রাসেল তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন পলাতক ছিল । ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সে অস্ত্র নিয়ে এলাকায় ফিরে এসেছে। যুবদল ক্যাডার রাসেল চুরি, ডাকাতি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়