প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে ওয়াপদা রোড এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুপুরের দিকে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন, সকাল ৭টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে ১টি ইউনিট এবং পরে আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। উলন ৩৩ কেভি জিআইএস ৪ তলা ভবনটির এক তলায় আগুন লাগলে পুরো ভবনটি ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় এলাকার আশপাশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। দুপুরের পর বিদ্যুৎ সঞ্চালন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে এলাকাবাসী জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়