প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

মোরেলগঞ্জে সংবাদ সম্মেলন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : মারধর ও হুমকির অভিযোগে মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক সংখ্যালঘু পরিবার। গতকাল সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মা মিনতি রানী। তিনি তার বক্তব্যে বলেন, আমার ছেলে বনস্পতি মিত্র প্রাণিসম্পদ বিভাগের খাউলিয়া ইউনিয়নের টেকনিশিয়ান হিসেবে কর্মরত। গত ১৭ জানুয়ারি দেলোয়ার গাজী তার রুগ্ণ একটি গাভীকে ক্যালসিয়াম ইনজেকশন দেয়ার জন্য বলে। বনস্পতি মিত্র নিয়ম অনুযায়ী গাভীটিকে ইনজেকশন পুশ করেন। বৃদ্ধ ও বিভিন্ন রোগে আক্রান্ত ওই গাভীটি এক সপ্তাহ পরে গত রবিবার মারা যায়। এই অজুহাতে সোমবার ইউনিয়ন চেয়ারম্যান বনস্পতিকে তার বাড়িতে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গরু মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বনস্পতিকে ডেকে পাঠাই। সে এলে ভুক্তভোগী পরিবারকে একটি গরু কিনে দেয়ার জন্য বলি। তবে মারধর ও গালিগালাজের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়