প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

মৃৎ শিল্পীর ১১ প্রতিমা ভাঙচুর চরফ্যাশনে

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : আসন্ন সরস্বতী পূজাকে ঘিরে মৃৎ শিল্পীর তৈরিকৃত ১১টি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ডের দিবাকর মার্কেটের শার্টারের তালা ভেঙে এ প্রতিমাগুলো ভাঙচুর করে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী মৃৎ শিল্পী সোহাগ মালাকার অভিযোগ করেন। এ ঘটনায় চরফ্যাশন থানায় অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ওই মৃৎ শিল্পী। তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে পূজার প্রতিমা তৈরি করে সংসার চালাই। প্রতিমাগুলো আসন্ন সরস্বতী পূজাকে কেন্দ্র করে অর্ডার করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনাতন ধর্মের শিক্ষার্থীরা। চরফ্যাশন থানার উপপুলিশ পরিদর্শক নাজমুল জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী সোহাগ অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করলে তা মামলায় রুজু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়