প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

‘মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই’

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিপক্ষ প্যানেলের (মিশা-জায়েদ) সহসভাপতি পদপ্রার্থী রুবেল দাবি করেছেন, অনেকেই অতিথি পাখির মতো এসে নির্বাচন করছেন। যাদের অন্য সময় খোঁজ থাকে না। গত রবিবার সন্ধ্যায় এফডিসিতে ইলিয়াস কাঞ্চন প্যানেলের সদস্যদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে এমন সমালোচনার জবাবে বলেন, ‘আমাকে নির্বাচনের জন্য আনা হয়েছে। নিপুণ, রিয়াজ, ইমন, সাইমন সবাই চেয়েছে আমি যেন নির্বাচন করি। সাধারণ শিল্পীরাও চেয়েছে আমি যেন নির্বাচন করি। আমার প্যানেলে যারা আছেন তারা আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছেন। আর আমি যদি অন্যদের চেয়ে আরো ভালো কাজ করতে পারি তাহলে কেন নির্বাচন করব না? অনেকেই বলছেন ইলিয়াস কাঞ্চন তো মন্ত্রী-মিনিস্টার হতে পারেন। সেখানে কেন যান না?’ তাদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কি কোনো রাজনৈতিক দল করি? আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে একজন মানুষ, শিল্পীদের ভাই, বন্ধু। তাই আমি মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই।’ বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর

ও সাধারণ সম্পাদক জায়েদ খান দাবি করছেন, তারা ক্ষমতায় থাকাকালীন ১২ লাখ টাকা সমিতির ফান্ডে জমা রেখেছেন। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই টাকা পিকনিকের জন্য। করোনার কারণে ২ বছর পিকনিক হয়নি। তাহলে টাকাটা জমা থাকাই স্বাভাবিক। এসব সাধারণ জিনিস নিয়ে মিথ্যাচার করা উচিত নয়। আমি ১৯৮৯ সালে যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন ৩ লাখ টাকা রেখেছিলাম। তখনকার ৩ লাখ টাকা এখন কত হিসাব করতে হবে।’ তিনবার একই পদে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন- এমন নিয়ম পরিবর্তন করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাস করলে নিয়ম করব পরপর দুই টার্মের বেশি কেউ একই পদে নির্বাচন করতে পারবে না। এখানে নতুন নেতৃত্ব আসতে হবে। নতুনদের সুযোগ করে দিতে হবে। বছরের পর বছর কেউ একই পদে বারবার নির্বাচন করতে পারবে না। জয়ী হলে সবার সম্মতিতে অবশ্যই এই কাজটি করব।’ আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্যানেল তৈরি করেছেন নিপুণ, রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, নিরব, পরীমনির মতো তারকারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়