প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : নতুন জ্ঞান-বিজ্ঞান অনুসন্ধানের প্রচেষ্টাই সমাজের বড় শক্তি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নতুন জ্ঞান-বিজ্ঞান অনুসন্ধানের প্রচেষ্টাই সমাজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, এই সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন, তারাও চান তাদের সন্তান বা আগামীর প্রজন্ম বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হোক। সমাজের আলোকিত মানুষ হোক। তারাই এই সমাজের শেকড়। শিক্ষকদের আত্মমর্যাদা ও সম্মান বর্তমান সমাজে স্বীকৃত। এ কারণেই এ সমাজের মানুষের জন্য যদি কিছু করার থাকে, সেটি সবচেয়ে বেশি করার সুযোগ শিক্ষকদের। বিজ্ঞপ্তি
গত শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) ১৭তম ব্যাচের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের পৃথক জাতিরাষ্ট্র যখন সৃষ্টি হয়, সেই সময়েই আমাদের মূলনীতি নির্ধারিত হয়েছে। সেই সময়ে একটি বিষয় আমরা শিখেছি- যে কোনো বৈরিতায়, প্রতিবন্ধকতায় বাংলাদেশের মানুষ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেটি প্রযুক্তি হোক, বিজ্ঞান ভাবনা হোক, শিক্ষার নতুন দর্শন হোক। আমাদের জনগোষ্ঠী যে নতুনকে গ্রহণ করতে পারে, সেই দক্ষতা বাঙালির অপার। এই দক্ষতার শক্তিই আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যেও নতুন স্বপ্ন দেখায়। আমরা এক ধরনের আশাবাদের মধ্য দিয়ে এগোতে থাকি। আমি গভীরভাবে বিশ্বাস করি, এই সময়টাকে পাল্টে দিয়ে আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের মূল কাজ। সেটি করার জন্যই অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ। এর সঙ্গে প্যাডাগোজি এবং আইসিটি সংযুক্ত করা হয়েছে।
জুম অ্যাপের মাধ্যমে দেশব্যাপী হিসাববিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা ও বোটানি বিভাগের ১৫৯ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন। এ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইনে গত ২৬ ডিসেম্বর শুরু হয়। ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী দিন ছিল ২২ জানুয়ারি। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক (পিডি) ড. এ কে এম মুখলেছুর রহমান।
কোর্স উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহমুদা আক্তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়