প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

কোথায় যাচ্ছেন এমবাপ্পে?

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আর বেশি দিন নেই। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে আসছে জুনে অন্য যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন বিশ্বের অন্যতম প্রতিভাবান এই স্ট্রাইকার। এমবাপ্পের সম্ভাব্য গন্তব্যের তালিকায় বার্সেলোনা থেকে শুরু করে লিভারপুল, ম্যানচেস্টার সিটি অনেক ক্লাবের নামই শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। রিয়ালের প্রতি এমবাপ্পের নিজেরও খানিক দুর্বলতা আছে, যে কারণে আগামী জুন থেকে এমবাপ্পে রিয়ালের সাদা জার্সি গায়ে দেবেন, এমনটা অনুমান অনেকের। একেকটা দলবদলের সময় আসে, আর এমবাপ্পে ক্লাব ছেড়ে অন্য কোথাও যাবেন কিনা, তা নিয়ে সরব হয় গণমাধ্যম। এবারো সেটার ব্যতিক্রম হচ্ছে না। মাঝে করোনা এসে দলবদলের দিক দিয়ে সব ক্লাবকে আর্থিকভাবে একটু বেকায়দায় ফেললেও আজ হোক কাল হোক এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন, এটা ধরেই নিয়েছেন সবাই। বিশেষ করে ফরাসি গণমাধ্যম তো কিছুদিন পর পরই খবর দিচ্ছে, এমবাপ্পে আর প্যারিসে থাকছেন না।
নির্ভরযোগ্য ক্রীড়া পত্রিকা আরএমসি স্পোর্তের সাংবাদিক দানিয়েল রিওলো আফটারফুট অনুষ্ঠানে জানিয়েছেন, এমবাপ্পে এর মধ্যেই ক্লাবকর্তাদের জানিয়ে দিয়েছেন, পিএসজিতে থাকার আর ইচ্ছা নেই তার, আমি জানি কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে চেয়েছে। কিন্তু ব্যাপারটা বেশ জটিল।’ কিন্তু এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলেই তো হবে না। কিন্তু এই দলবদল আদৌ হবে কিনা, সেটার পেছনে অনেকগুলো অনুষঙ্গ কাজ করছে, আপনাকে প্রথমে এমন এক ক্লাব পেতে হবে যে ক্লাব ওকে পাওয়ার জন্য নির্ধারিত দলবদলের অর্থ দিতে পারবে। তবে সাম্প্রতিক খবর হলো, ও পিএসজিতে থাকতে চায় না।’
পিএসজিতে থেকে যাবেন, নাকি অন্য কোথাও যাবেন

সেই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি এমবাপ্পে। পিএসজি যে কোনো মূল্যে চাইছে এমবাপ্পেকে নতুন চুক্তি দেয়ার। এমবাপ্পে এখনো এই ব্যাপারে নীরব। আদৌ নতুন চুক্তি সই করবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। আর চুক্তি সই না করলে আগামী মৌসুমেই ফ্রিতে ক্লাব ছাড়তে পারবেন এই ফরাসি ফরোয়ার্ড। পিএসজি ঘুণাক্ষরেও চাইবে না সেটা, ‘ও যদি এই মৌসুমে ক্লাব না ছাড়তে পারে, তাহলে আগামী মৌসুমে ক্লাব ছাড়ার জন্য ফ্রি এজেন্ট হয়ে যাবে। ক্লাবের মালিকপক্ষ এ জন্য ওর কথা শুনতে রাজি হচ্ছে না।’ এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে তার বিকল্প খোঁজার একটা ব্যাপারও থাকে। এমবাপ্পের যোগ্য বিকল্প না পেলে পিএসজি তাকে ছাড়বেই বা কেন? এই শঙ্কাও ফুটে উঠেছে রিওলোর কথায়, ‘এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে পিএসজিরও ওর বিকল্প খুঁজতে হবে। তবে হ্যাঁ, খবর এটাই যে এমবাপ্পে পিএসজি ছাড়তে চায়।’ কিছুদিন আগে পিএসজির মালিক নাসের আল খেলাইফি বলেছেন, আগামী মৌসুমটা এমবাপ্পে প্যারিসেই থাকবেন। খবর আসে নেইমার বুঝিয়ে-শুনিয়ে এমবাপ্পেকে পিএসজিতেই রাখছেন। এমবাপ্পেকে বার্সার চিরপ্রতিদ্ব›দ্বী রিয়ালে যাওয়ার পরামর্শই দিয়েছেন ইব্রা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এমনটা বলেছেন এসি মিলানের স্ট্রাইকার, শুধু কিলিয়ানই এই প্রশ্নের জবাব দিতে পারে। নির্ভর করে সে কী ভাবছে, সে কী চায়, তার ওপর। তবে এটা সত্যি কথা, ও একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, আর আমি ওকে বলেছিলাম, আমি তোমার জায়গায় থাকলে রিয়ালে যোগ দিতাম।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়