প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

আচরণবিধি লঙ্ঘন : তাহিরপুরে ২ সদস্য প্রার্থীকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুর উপজেলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে দুই ইউপি সদস্য প্রার্থীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মন্দিয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সাজিনুর মিয়া ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আলী রেজা। গত রবিবার রাতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মেম্বার প্রার্থীকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় দুই সদস্য প্রার্থীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়