প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

অসহায় পরিবারের পাশে মঠবাড়িয়া প্রশাসন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন। গত রবিবার দুপুরে অসহায় পরিবারটির হাতে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাসিন্দা মো. সাইদুল হক (৬৫) বিভিন্ন রোগ ও শারীরিক অসুস্থতার কারণে শক্ত কোনো কাজ করতে পারেন না। স্ত্রীকে নিয়ে বসবাস করেন ওয়াপদা পাড়ে। আছে কোনো রকম দোচালা একটা ঘর। ছাউনির টিন মরিচা ধরে জরাজীর্ণ হয়ে গেছে। বাইরে বৃষ্টি থেমে গেলেও ঘরের মধ্যে ঝরত বৃষ্টির পানি। লোক মুখে জানতে পারলেন প্রধানমন্ত্রী অসহায় পরিবারদের ঘর বা টিন দিচ্ছেন। সাইদুল হক টিন পাওয়ার আশায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করলেন। সরজমিন তদন্ত শেষে বৃদ্ধ মো. সাইদুল হককে টিন দেয়ার জন্য সুপারিশ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত। সাইদুল হক টিকিকাটা গ্রামের মৃত আব্দুর রহমান কারিগরের ছেলে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকতের সুপারিশক্রমে একটি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়