প্রজ্ঞাপন জারি : সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবলে আজ থেকে

আগের সংবাদ

বৈধ লবিস্টের প্রশ্নবিদ্ধ ব্যবহার : বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ > ব্যবস্থা নেয়ার তাগিদ কূটনৈতিক বিশ্লেষকদের

পরের সংবাদ

অশোভন মন্তব্য : ক্ষমা চাইলেন শাবি উপাচার্য

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে অশোভন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার বেলা ১২টায় জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ফোন করে এ ক্ষমা চান বলে জনসংযোগ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন সেজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।
এতে আরো বলা হয়, তার (ফরিদ উদ্দিন আহমেদ) বক্তব্য সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাবির শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাবির শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাই আহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করে আশা প্রকাশ করেন, জাবির উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দেবেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যের বিষয়ে শিক্ষক সমিতির কাছে ও দুঃখ প্রকাশ করেছেন বলে ভোরের কাগজকে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।
উপাচার্য ফরিদ উদ্দিনের ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী তপস্বী দে প্রাপ্তি বলেন, আমাদের দাবি ছিল তিনি (শাবিপ্রবি উপাচার্য) প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তা না করে শিক্ষকদের কাছে ফোনে ক্ষমা চেয়ে তার বক্তব্যকে এডিট করা হয়েছে বলে দাবি করেছেন। প্রকৃতপক্ষে নিজের অবস্থানেই অনড় রয়েছেন তিনি। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকব।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে শাবিপ্রবি উপাচার্য কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন দাবি করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়