নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

সিংগাইরে মানববন্ধন : জুলহাসের খুনিদের শাস্তির দাবি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরে জুলহাসের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়মন্টপ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু বকক সিদ্দিকের সভাপতিত্বে ও বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নিহত জুলহাসের বড় ভাই জয়নাল ফকির, ইউপি সদস্য লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য মো. বোরহান ফকির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবলীগ নেতা মো. মনির হোসাইন প্রমুখ। মানববন্ধন শেষে প্রায় ২ হাজার লোক বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি আঞ্চলিক মহাসড়ক থেকে হাটখোলা পর্যন্ত প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, পূর্ব শত্রæতার জের ধরে গত ১২ জানুয়ারি সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে ভাকুম বেপারিপাড়া গ্রামের মজিবুর ডাকাতের পরিবারের লোকজন জুলহাসকে (৩৫) কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বড় বোন ছালেহা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় থানা পুলিশ এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়