নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শীতবস্ত্র বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সামাজিক সংগঠন আলহাজ আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা আবজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও হাছনদন্ডী উত্তর পাড়া জামে মসজিদের মাঠে গত শুক্রবার ও শনিবার বিকালে মাওলানা খোরশেদ আলম রেজবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবদুল গফুর রব্বানির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভার আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর। স্বাগত বক্তব্য রাখেন আলহাজ আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনচুর আলী ফয়সাল।

শিক্ষা উপকরণ বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় হতদরিদ্র-অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মলয় ঘটকের বাড়ির নিজ আঙ্গিনায় সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মনোহর ঘটকের সভাপতিত্বে বিতরণ সভায় বক্তব্য রাখেন মনিমোহন ঘটক, সুমিত্রা ঘটক, ল²ণ ঘটক, লিপন ঘটক, মলয় ঘটক প্রমুখ। পরে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে উপজেলার হতদরিদ্র-অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ (খাতা, কাগজ, কলম) দেয়া হয়।

ওয়ার্কসপ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে শনিবার দিনব্যাপী জেলা স্কাউট ভবনে প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন সম্পকিত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জের সহসভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান (এ.এলটি)। এতে আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের যুগ্ম সম্পাদক সালমা হক, আরএসএল চর আদর্শ কলেজের সিনিয়র প্রভাষক মো. জাকির হোসেন, কিশোরগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের গার্ল-ইন রোভারের আরএসএল শামীমা বেগম, কিশোরগঞ্জ সিটি কলেজের গার্ল-ইন রোভার লিডার লীনা নাজনীন জান্নাত তালুকদার, সালুয়া ফাজিল মাদ্রাসার গার্ল-ইন রোভার লিডার লুৎফুন্নাহার পাখি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়