নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

রাজশাহীতে সড়কেই শিক্ষার্থীদের প্রতীকী পরীক্ষা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও স্থগিত হওয়া সব পরীক্ষা গ্রহণের দাবিতে রাজশাহীতে সড়কেই প্রতীকী পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তীব্র শীত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সড়কে বসেই এ পরীক্ষা দেন তারা। এদিন তাদের পরীক্ষার প্রশ্ন ছিল ‘আমরা কেন পরীক্ষা দিতে চাই’। পরীক্ষায় অংশ নেন ১২ জন শিক্ষার্থী।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সেখানেই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়ান। এ সময় তারা বলেন, হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘটনায় আমরা মর্মাহত। দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়ে উন্নয়ন কাম্য নয়। পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় লেখাপড়া বন্ধ করে গ্রামে গিয়ে কৃষি কাজ করতে বলছেন অনেক অভিভাবক। এতে হুমকির মুখে আমাদের ভবিষ্যৎ। অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবি জানান তারা। অন্যথায় লাগাতার আন্দোলনের অংশ হিসেবে তারা আঞ্চলিক শিক্ষা অফিস ঘেরাও করারও ঘোষণা দেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম, বুলবুল আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের রেবেকা বালা, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম প্রমুখ। এর আগে শনিবার সকালে একই জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়