নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

বর্জ্যবাহী গাড়িই প্রাণ কাড়ল পরিচ্ছন্নতাকর্মীর

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ময়লার গাড়ির চাপায় এবার রাজধানীর মহাখালীতে শিখা রানী ঘরামী (৪০) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাত পৌনে ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা রানী ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী শিখার স্বামীর নাম সীতিশ ঘরামী। বর্তমানে পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তি এলাকার একটি বাসায় থাকতেন।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শহীদুল আলম জানান, শনিবার রাতে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়– দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। সে সময় ফ্লাইওভার থেকে নেমে আসা একটি সাদা রংয়ের ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, নিহত শিখা রানীর ছেলে খোকন ঘরামী বাদী হয়ে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই চালককে গ্রেপ্তারে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আশা করি খুব কম সময়ের মধ্যে চালককে গ্রেপ্তার করা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগেও রাজধানীর দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছরের ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন শুরু হলে পরের দিন ২৫ নভেম্বর দুপুরে পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় আহসান কবির খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
এছাড়া গত ২৩ ডিসেম্বর ওয়ারী এলাকায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হন। ১৬ এপ্রিল যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন এক রিকশাচালক। তখন উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটি আগুনে পুড়িয়ে দেন। ২ ডিসেম্বর ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর ময়লার গাড়ি এবার
আহত হন অপর এক নারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়