নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

দর হারানোর শীর্ষে পদ্মা অয়েল

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৮টির বা ৬৫.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে পদ্মা অয়েলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের কার্যদিবস পদ্মা অয়েলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২৩ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৮.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৪.৭০ টাকা বা ৬.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে পদ্মা অয়েল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গেøাবাল হেভি কেমিক্যালের ৬.৬৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫.৮৯ শতাংশ, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ৫.৬২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৪৭ শতাংশ, শেফার্ডের ৫.২১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.১৯ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৫.১০ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়