নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

চরভদ্রাসন : কম্বল পেল ২০ শীতার্ত পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়ক ঘেঁষে বসবাসরত ২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে প্রশাসন। গত শনিবার রাত ১০টায় জেলা প্রশাসকের ত্রাণভাণ্ডার থেকে এসব কম্বল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল হক টিটু ও উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান।
জানা যায়, উপজেলার পদ্মার পাড়ে বসবাসরতরা গত কয়েক দিনের হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছেন। এসব দুস্থ পরিবারের শীত নিবারণের জন্য ওই দিন গভীর রাতে বাড়ি বাড়ি ঘুরে কম্বল বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তারা। ওই রাতে প্রতি পরিবারে ১টি করে ২০টি পরিবারে কম্বল বিতরণ করা হয়। পরবর্তী সময়ে উপজেলার অন্যান্য দুস্থ পরিবারের মাঝে দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়