নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

অস্বাভাবিক বাড়ছে ফার্মা এইডসের শেয়ার দর

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বেশি কিছু দিন ধরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের শেয়ার দর বেড়েই চলছে। তবে শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ অজানা কোম্পানিটির কর্তৃপক্ষের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানিটিকে নোটিস পাঠানো হয়। নোটিসের জবাবে কোম্পানিটি গত ২০ জানুয়ারি জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোনো কারণ জানা নেই তাদের। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬৩.৮০ টাকায়। আর ২০ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে ৭৯১ টাকায় দাঁড়ায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২২৭.২০ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়