বিজিবির অভিযান : কক্সবাজারে উদ্ধার ৩০ কোটি টাকার আইস

আগের সংবাদ

আলোচনার কেন্দ্রে ইসি আইন

পরের সংবাদ

ফরিদপুর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কবি জসীমউদ্দীন হলে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে সামনে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক (ভোলা মাস্টার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আ. ওয়াদুদ, বাংলাদেশ কৃষক লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, সহসাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম লিটু, সহস্বাস্থ্য-বিষয়ক সম্পাদক জামাল হোসেন মুন্না, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আকস্মিকভাবে পুনরায় করোনার আক্রমণ বৃদ্ধি হওয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য এ সভায় নেতাদের উপস্থিতি কমানো হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষন, সদর উপজেলা আহ্বায়ক শেখ আকতার।
এছাড়া অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক লীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত উপজেলার নেতারা আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের শুরুতে সব শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়