বিজিবির অভিযান : কক্সবাজারে উদ্ধার ৩০ কোটি টাকার আইস

আগের সংবাদ

আলোচনার কেন্দ্রে ইসি আইন

পরের সংবাদ

ঝিনাইগাতী : বেড়া ভেঙে গোলার ধান খেয়ে গেল বন্যহাতি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ঘরের বেড়া ভেঙে আবুল কাশেম নামে এক কৃষকের গোলার ধান খেয়ে সাবাড় করে দিয়েছে বন্যহাতির দল। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। আবুল কাশেম উপজেলার কাংশা ইউনিয়নের নাওকুঁচি গ্রামের বাসিন্দা।
ওই গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য গোলাপ হোসেনসহ গ্রামবাসীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে ১৫-২০টি বন্যহাতির একটি দল আবুল কাশেমের বাড়িতে হানা দেয়। এ সময় বন্যহাতির দল শুঁড় দিয়ে ঘরের টিনের বেড়া ভেঙে গোলার সব ধান খেয়ে সাবাড় করে। বন্যহাতির দল গোলার সব ধান খেয়ে সাবাড় করে দেয়ায় কী দিয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ করবে এ চিন্তায় দিশাহারা আবুল কাশেম। একই সময় বন্যহাতির দল ওই গ্রামের একটি কালীমন্দির ও একটি বাড়ি ভাঙচুর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়