বিজিবির অভিযান : কক্সবাজারে উদ্ধার ৩০ কোটি টাকার আইস

আগের সংবাদ

আলোচনার কেন্দ্রে ইসি আইন

পরের সংবাদ

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেট বিশ্বের প্রায় সব দেশের খেলোয়াড়রা আইপিএল খেলার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। আইপিএলে দল পাওয়ার জন্য র‌্যাঙ্কিংয়ের প্রথম সারির ক্রিকেটাররাও মুখিয়ে থাকেন। গতকাল আইপিএলের আসন্ন ১৫তম আসরের মেগা অকশনের জন্য রেজিস্ট্রেশন করা ক্রিকেটারদের নাম আংশিকভাবে প্রকাশ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের এই আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এই মেগা অকশনের প্রাথমিক তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানসহ আছে আরো ৭ ক্রিকেটারের নাম। কিন্তু ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই এখনো পর্যন্ত সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। সেজন্য বাংলাদেশের বাকি ৭ ক্রিকেটারের নাম এখনো জানা যায়নি। আইপিএলের গত আসরে বাংলাদেশ থেকে ৫ জন ক্রিকেটার নিলামে উঠেছিল। তার মধ্যে দল পেয়েছিলেন শুধু সাকিব ও মোস্তাফিজ। মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মাহমুদউল্লাহ নিলামে অবিক্রিত থাকেন।
আসন্ন আসরে দুই বাংলাদেশি টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বিশ্বনন্দিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নাম রয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। আসন্ন আসরে দুজনেরই ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। আইপিএলের ১৫তম আসরের নিলামের জন্য মোট ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। গত আসরেও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্যও ছিল ২ কোটি রুপি। নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কাটার মাস্টার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল মাত্র ১ কোটি রুপি এবং এই এক কোটি রুপি দিয়েই রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছিল। আইপিএল ২০২২ এর নিলামের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনের সময় শেষ হয়েছে গত ২০ জানুয়ারি। নিলামের অংশ হতে মোট ১২১৪ ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে ৮৯৬ জন ভারতীয়সহ রয়েছেন ৩১৮ জন বিদেশি ক্রিকেটার। ৩১৮ ওভারসিজ ক্রিকেটারের মধ্যে আফগানিস্তানের ২০ জন, অস্ট্রেলিয়ার ৫৯ জন, বাংলাদেশের ৯ জন, ইংল্যান্ডের ৩০ জন, আয়ারল্যান্ডের ৩ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, শ্রীলঙ্কার ৩৬ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪১ জন, জিম্বাবুয়ের ২ জন, ভুটানের ১ জন, নামিবিয়ার ৫ জনসহ নেপালের ১৫ জন, নেদারল্যান্ডসের ১ জন, ওমানের ৩ জন, স্কটল্যান্ডের ১ জন, সংযুক্ত আরব আমিরাতের ১ জনসহ যুক্তরাষ্ট্রের ১৪ জন ক্রিকেটার। ১২১৪ রেজিস্টার্ডদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন ২৭০ জন ক্রিকেটার । দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য নিলামে ১০টি দল বিশ্ব ক্রিকেটের প্রতিভাবান ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের নিয়ে দল গড়বে। যদি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে, তাহলে ৭০ জন বিদেশি ক্রিকেটারসহ মোট ২১৭ জন ক্রিকেটার নিলামে দল পাবে। দীর্ঘ ছয় বছর আইপিএল থেকে দূরে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক চেয়েছিলেন এই আসরে আইপিএলে অংশগ্রহণ করার জন্য। ২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএলে খেলেছিলেন মিচেল স্টার্ক। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনলেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। টানা ছয় বছর নিজেকে সরিয়ে রাখার পর এবার খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে আইপিএল কর্তৃপক্ষ এই আসরের জন্য নিলামের তালিকায় তার নাম রাখেননি। শুধু তিনি নন। নাম রাখেননি জ্যামাইকান তারকা ক্রিস গেইলেরও। এছাড়া বেশ কয়েকজন ইংলিশ তারকা স্যাম কুরান, বেন স্টোকস, জোফরা আর্চার এবং ক্রিস ওকসের নামও নেই এই আসরের। অবশ্য বেন স্টোকস আইপিএল খেলবেন না বলে পূর্বেই ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে নিলামে আগেই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি ৩৩ জন ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে। আগের ৮ ফ্র্যাঞ্চাইজি ২৭ ক্রিকেটার ও নতুন ২ ফ্র্যাঞ্চাইজি ৬ ক্রিকেটারকে নিজেদের দলভুক্ত করেছে। চেন্নাই সুপার কিংসে রয়েছে- রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, মঈন আলী ও রুতুরাজ গায়কোয়াড়। দিল্লি ক্যাপিটালসে রয়েছে- ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, আনরিখ নরকিয়া। কলকাতা নাইট রাইডার্সে রয়েছে- আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারাইন। মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে- রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সুরিয়াকুমার যাদব, কাইরন পোলার্ড। পাঞ্জাব কিংসে রয়েছে- মায়াঙ্ক আগারওয়াল, আর্শ্বদ্বীপ সিং। রাজস্থান রয়্যালসে রয়েছে- সাঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুতে আছেন- বিরাট কোহলি, গেøন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ। সানরাইজার্স হায়দ্রাবাদে- কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিক। টিম আহমেদাবাদে- হার্দিক পান্ডিয়া, শুভমান গিল। টিম লখনৌতে- লোকেশ রাহুল, মার্কস স্টয়নিস এবং রবি বিষ্ণয়। আইপিএলের গত আসরে ১২৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে দল পাননি প্রায় ১০৬ ক্রিকেটার। গেল আসরে রেকর্ড দামে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে দলভুক্ত করেছিল রাজস্থান রয়্যালস। ক্রিস মরিসের ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি। সেখান থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মরিস আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি রুপিতে কাইল জেমিয়েসনকে কিনেছে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২১ এ কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস।
গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে চারবার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জনকারীদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ২০০৮ থেকে মাঠে গড়ানো আইপিএলের বিগত ১৪ আসরে সর্বাধিক পাঁচবার শিরোপা নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস নিয়েছে চারবার। দুই বার করে শিরোপা নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। একবার করে শিরোপা নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও ডেকান চার্জাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়