বিজিবির অভিযান : কক্সবাজারে উদ্ধার ৩০ কোটি টাকার আইস

আগের সংবাদ

আলোচনার কেন্দ্রে ইসি আইন

পরের সংবাদ

অনলাইন ব্যবসায়ীদের মনিটরিংয়ে আইডি চালু হচ্ছে

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ই-কমার্স, এফ-কমার্সসহ ডিজিটাল কমার্স খাতে সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি) নিতে হবে। মূলত ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতেই এই আইডি চালু হচ্ছে। গত ১৯ জানুয়ারি বুধবার তথ্যপ্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কারিগরি সহায়তায় নির্মীয়মান প্লাটফর্ম উদ্যোগসমূহের বর্তমান নির্মাণ অগ্রগতি’ নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিলা। পলক বলেন, ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছেন তারও নিবন্ধের আওতায় আসবেন। আর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারো অভিযোগ থাকলে সিসিএমএস এর মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। ‘প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা দূরীভূত হবে’ বলেন প্রতিমন্ত্রী । সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউনিক বিজনেজ আইডি (ইউবিআইডি), অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) ফেব্রুয়ারিরে এবং মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করা হবে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়