ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অফিসার্স : এসোসিয়েশনের নির্বাচন সভাপতি ফিরোজ সম্পাদক আলী

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স এসোসিয়েশনের ২০২২ সেশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এ টি জি এম গোলাম ফিরোজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. আলী। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী আসাদুজ্জামান।
মোট ১৩টি পদের মধ্যে ৩টি পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বাকী ১০ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ৩২২ নম্বর কক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩৩ জন ভোটারের মধ্যে ১৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহসভাপতি সেন্ট্রাল স্টোরের ডেপুটি রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, যুগ্ম সম্পাদক রাফিউল হাসান, কোষাধ্যক্ষ বাজেট শাখার ডেপুটি ডিরেক্টর খন্দকার আশরাফুল আলম, দপ্তর ও প্রচার সম্পাদক কলা অনুষদের কর্মকর্তা আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রীড়া ও সংস্কৃৃতিবিষয়ক সম্পাদক আল ইমরান এবং সমাজকল্যাণ সম্পাদক রাহিমুল ইসলাম। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের উপরেজিস্ট্রার তাপস কুমার গোস্বামী, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ডেপুটি ডিরেক্টর আব্দুর রহিম, একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. জিয়াউল হক এবং সেন্ট্রাল স্টোরের স্টোর অফিসার হাফিজুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়