ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

বাগাতিপাড়ায় ছয় হাজার গাছ কাটল দুর্বৃত্তরা

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : বাগাতিপাড়ায় এক রাতে ৮৩২টি কলাগাছ এবং ৫ হাজার ড্রাগন গাছ কেটে ফেলেছেন দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের নদীর ধারে দুই কৃষকের ৯ বিঘা জমিতে থাকা গাছ কেটে বিনষ্ট করে দুর্বৃত্তরা। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। জানা যায়, বাটিকামারি নদীর ধারে ৪ বিঘা জমি লিজ নিয়ে ৮৩২টি কলাগাছ রোপণ করেন পার্শ্ববর্তী চারঘাট উপজেলার রবিউল ইসলাম। এক মাস পরেই কলাবাগান থেকে কলা বাজারজাত করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে কলার গাছ ও কলার কাঁদি কেটে বিনষ্ট করে ৬ লাখ টাকার ক্ষতি করে দুর্বৃত্তরা। এছাড়া একই মাঠে ৫ বিঘা জমি লিজ নিয়ে ৫ হাজার ড্রাগন গাছ লাগান বাঘা উপজেলার রেজাউল করিম। একই রাতে সেই ড্রাগন বাগানের ৫ হাজার ড্রাগন গাছ কেটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে দুর্বৃত্তরা। বাগান মালিক রবিউল ইসলাম ও রেজাউল করিম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়