ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

‘পুতুলনাচের ইতিকথা’য় জয়া

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কলকাতার সিনেমায় একের পর এক চমক দেখিয়ে চলেছেন অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি যুক্ত হলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পাঠকপ্রিয় উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নির্মিতব্য সিনেমায়! একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সুমন মুখোপাধ্যায়। এরই মধ্যে ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোর নাম নিশ্চিত করেছেন নির্মাতা। কলকাতার সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ছবিতে থাকছেন জয়া আহসান। এছাড়া তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও আবিরকে।
মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখক জীবনের একেবারে প্রথম দিকে লিখেছিলেন এই উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র এক ডাক্তার। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে বয়ে চলা জটিল সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে এগোয় গল্প। রয়েছে প্রেম, বিরহ, দ্বেষ আর পারস্পরিক সহমর্মিতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়