ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

টাইগার যুবারা আমিরাত বধের ছক কষছে

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগার যুবারা। এরপর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। কানাডার বিপক্ষে ৮ উইকেট আর ১১৯ বল হাতে রেখে জয় তুলে টুর্নামেন্টের সুপার লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রাকিবুল হাসান বাহিনী। আজ নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ যুবাদল। এদিন সন্ধ্যা ৭টায় সেন্ট কিটসে হবে ম্যাচটি। এই ম্যাচে আমিরাত বধের ছক কষছে টাইগার যুবারা। ব্যাটিং-বোলিংয়ে তারা বেশ পটু। ফলে আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প ভাবতে নারাজ রাকিবুল হাসান বাহিনী। পূর্বের ম্যাচের ভুল-ত্রæটি শুধরে তারা লড়াই করবেন।
এর আগে কানাডার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ে নামে কানাডা। শুরু থেকেই তাদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। রিপন মণ্ডল-মেহরাবের দুর্দান্ত বোলিংয়ে খেই হারায় কানাডা। দলটির ওপেনার অনুপ চিমা ছাড়া কেউই লড়াই করতে পারেননি। মূলত তার ৬৩ রানের ইনিংসের ওপর ভর করে কানাডা দেড়শর কাছাকাছি পৌঁছাতে পেরেছে। ১১৭ বলে ৭ চারে নিজের ইনিংসটি সাজান উইকেটকিপার এই ব্যাটসম্যান। অনুপ চিমা ছাড়া কানাডার তিন ব্যাটার কোনো রকমে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। কৈরব শর্মা ১৪, মোহিত প্রশার ১২ এবং অধিনায়ক মিহির প্যাটেল ১১ রান করেন। ৪৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে কানাডার সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিপন মণ্ডল। এই তরুণ ২৪ রান খরচায় চারটি উইকেট শিকার করেন। অফস্পিনার মেহরাব ৩৭ রান খরচায় নেন চারটি উইকেট। আশিকুজ্জামান নিয়েছেন দুটি।
১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৬ রানে ওপেনার মাহফিজুল ইসলামকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জয়ের কাছাকাছি পৌঁছে সাজঘরে ফেরেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা প্রান্তিক নওরোজ নাবিল। নাবিল ৫২ বলে ৫ চারে ৩৩ রানের ইনিংস খেলেন। নাবিল আউট হলেও ওপেনার ইফতেখার হোসেন হাফ সেঞ্চুরির দেখা পান। সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে পারছিলেন না ইফতেখার। অবশেষে কানাডার বিপক্ষে খেললেন অপরাজিত ৬১ রানের ইনিংস। ৮৯ বলে ৭ চারে ইফতেখার নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া আইচ মোল্লা ২৬ বলে এক ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন।
কানাডার বোলারদের মধ্যে পরমভীর খারৌদ ও ইথান গিবসন একটি করে উইকেট নিয়েছেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই এবার বিশ্বকাপ মিশনে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শুরুটা করেছে হতাশাজনক। আগে ব্যাটিং করে বাংলাদেশ দল ৩৫.২ ওভারে সবউইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে।
সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার যুবারা। টপ অর্ডার-মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল দলের স্কোরকে তিন অঙ্কের কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন। নয়তো ৫১ রানেই অলআউট হয়ে যেতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত দশম উইকেটে রিপন মণ্ডল ও নাঈমুর রহমানের ৪৬ রানের জুটিতে বাংলাদেশ ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান করতে পেরেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়