ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

জাতীয় নৃত্য উৎসব : মাঘের সন্ধ্যায় উষ্ণতা ছড়াল নৃত্যের অনুপম পরিবেশনা

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মাঘের বিকাল গড়িয়ে শীতের সন্ধ্যা এলো যখন। তখন শিল্পী ও কলাকুশলীদের মুখরতায় শিল্পকলা একাডেমি অন্যরকম আলোয় ঝলমল করছিল। এর মধ্যে মিলনায়তনের ভেতরে উষ্ণতা ছড়াল শিল্পীদের অনুপম পরিবেশনা। দর্শকরা পুরোটা সময় রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে থাকলেন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
গতকাল শুক্রবার ছুটির সন্ধ্যায় দেশের তরুণ প্রজন্মের নৃত্যশিল্পীদের পরিবেশনায় বাংলাদেশের নৃত্যধারার নতুন দিগন্ত প্রকাশ পেল শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীতে বসা তিন দিনের নৃত্য উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনায়। যেখানে দেশের ২৫টি জেলার ৭৫টি নৃত্য সংগঠন নতুন পরিবেশনা নিয়ে উপস্থিত হয়েছে। বাংলাদেশে এতগুলো মৌলিক নৃত্য নিয়ে এটিই প্রথম উৎসব। মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির ‘ড্যান্স এগেইনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ উৎসব আয়োজন করা হয়েছে।
উৎসবে গতকাল যেসব দল তাদের পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, ‘আলোর পথে’ ধীনা ড্যান্স একাডেমি, ‘বৈচিত্র্যে সৌন্দর্যে স্বাধীনতা’ ধৃতি নর্তনালয়, ‘জয়ের আলোকবর্তিকা’ নৃত্যাঙ্গন নৃত্যকলা, ‘সুবর্ণবৃক্ষ’ নৃত্যাশ্রম, ‘আবার আসিব ফিরে’ একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, ‘বঙ্গমাতা’ কত্থক নৃত্য সম্প্রদায়, ‘নারীর মুক্তিযুদ্ধ’ ধ্রæপদালোক ‘প্রদীপ্ত অগ্নি শিখা’ নর্ত্তন ‘আলোর পথযাত্রী’ ঘাস ফুল নদী ‘আলোকিত জয়যাত্রা’, দীক্ষা ‘স্মৃতিতে সোহাগপুর’, নৃত্যকথা ‘গণমাধ্যমে মুজিব’, কং নৃত্যালয় ‘বঙ্গবন্ধুর বিজয় উল্লাস’, নৃত্যাঙ্গন ‘জাতির পিতা আসুন আরেকটি বার’, সপ্তস্বর সংগীত

বিদ্যাপাঠ ‘আলোর দিশারী’, নিশুতি ‘অবরুদ্ধ থেকে অনিরুদ্ধ’, ধ্রæপদী নৃত্যালয় ‘পরিচয় ধানমন্ডি ৩২’, নৃত্যাক্ষ ‘সোনার বাংলার সোনার ছেলে আমার বঙ্গবন্ধু’, নবরস ‘মহাকাব্যের স্বপ্নদ্রষ্টা’, স্পন্দন ‘দামাল ছেলে’, শিখর কালচারাল অর্গানাইজেশন ‘সেই অন্ধকার’, ম্যাশ মাহাবুব কোরিওগ্রাফি টিম ‘ভেতর-বাহির’।
একাডেমির ফেসবুক পেইজে (ভধপবনড়ড়শ.পড়স/ংযরষঢ়ধশধষধঢ়ধমব) উৎসবের পরিবেশনা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়