ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূকম্পন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের চট্টগ্রামসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে এ ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গত ২৬, ২৭ ও ২৯ নভেম্বর তিনদিনে তিন দফা ভূমিকম্পের পর গতকাল চতুর্থবারের মতো চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হলো। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এ ভূমিকম্পটি আঘাত হানে বিকাল ৪টা ১২ মিনিটে। যার স্থায়িত্ব ছিল ৩১ সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। ভূমিকম্পের উৎপত্তিস্থল কেন্দ্র বাংলাদেশ থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৫৪ দশমিক ৮ কিলোমিটার। তবে এ কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশ সময় ৪টা ১২ মিনিটে মিয়ানমার-ভারত সীমান্তে ৫ দশমিক ৩ মাত্রার মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কম্পনের স্থায়িত্ব ছিল ৩১ সেকেন্ড। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এটি ছিল ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। সংস্থাটির তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের ফালাম শহরের ১৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে। ভূগর্ভের ৫৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়। এর আগে চট্টগ্রামে গত ২৬ নভেম্বর রিখটার স্কেলে ৬ দশমিক ১, ২৭ ও ২৯ নভেম্বর ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি অনুসারে জানা যায়, আগের তিনবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভারত-মিয়ানমার সীমান্তে; যা মিয়ানমারের চীন রাজ্যের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৫৪ কিলোমিটার গভীরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়