ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

এ বছর হলিউড মাতাবে যে সিনেমা

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

২০২২ সিনেমা
ভক্তদের জন্য স্মরণীয় একটি বছর হিসেবে কাটতে পারে যদি ভাইরাস আবার বাগড়া না দেয়। এ বছর হলিউডে কী কী সিনেমা আসতে চলেছে সে খবর দিচ্ছে মেলা

ডেথ অন দ্য নিল
পরিচালক : কেনেথ ব্রানাহ
চরিত্রায়ন : গ্যাল গ্যাদত, আর্মি হ্যামার, কেনেথ ব্রানাহ
সম্ভাব্য মুক্তি : ফেব্রুয়ারি ১১
গোয়েন্দা ঘরানার এ সিনেমায় ডিটেকটিভ হারকুল পোয়ারোর চরিত্রে দেখা যাবে কেনেথ ব্রানাহকে।

আনচার্টেড
পরিচালক : রুবেন ফ্লরইশার
চরিত্রায়ন : টম হল্যান্ড, মার্ক ওয়ালবার্গ, অ্যান্টনিও বানরডেরাস
সম্ভাব্য মুক্তি : ফেব্রুয়ারি ১৮
ইন্ডিয়ানা জোন্স ঘরানার এ সিনেমায় হালের জনপ্রিয় দুইজন অভিনেতা হল্যান্ড ও ওয়ালবার্গ গুপ্তধনের সন্ধানে ছুটবেন।

দ্য ব্যাটম্যান
পরিচালক : ম্যাট রিভস
চরিত্রায়ন : রবার্ট প্যাটিনসন, জেফরি রাইট, পল ডানো, অ্যান্ডি সার্কিস
সম্ভাব্য মুক্তি : মার্চ ৪
ব্রুস ওয়েনকে আরো বেশি অন্ধকার জগতে লড়াই করতে হতে পারে এ সিনেমায়।

দ্য লস্ট সিটি
পরিচালক : অ্যারন নী, অ্যাডাম নী

চরিত্রায়ন : স্যান্ড্রা বুলক, চ্যানিং টটাম, ড্যানিয়েল র‌্যাডক্লিফ
সম্ভাব্য মুক্তি : মার্চ ২৫
লস্ট সিটিতে আবারো অ্যাডভেঞ্চার দেখতে পাবেন দর্শকেরা। গল্পে দেখা যাবে লস্ট সিটি নিয়ে লেখা উপন্যাসের লেখিকা নিজেই গিয়ে পড়েছেন ওখানে।

অ্যাম্বুলেন্স
পরিচালক : মাইকেল বে
চরিত্রায়ন : জ্যাক জাইলেনহাল, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মতিন
সম্ভাব্য মুক্তি : এপ্রিল ৮
নিজেদের অজান্তেই একদল লোক একটি অ্যাম্বুলেন্স চুরি করে। সেই অ্যাম্বুলেন্সে রয়েছে একটি মহামারি আর একজন মুমূর্ষু রোগী।

দ্য নর্থম্যান
পরিচালক : রবার্ট এগার্স
চরিত্রায়ন : আলেকজান্ডার স্কার্সগার্ড, অ্যানা টেইলর-জয়, নিকোল কিডম্যান, ইথান হক, উইলেম ডাফো
সম্ভাব্য মুক্তি : এপ্রিল ২২
‘দ্য উইচ’ ও ‘দ্য লাইটহাউজ’ খ্যাত পরিচালক রবার্ট এগার্স-এর নতুন রিভেঞ্জ থ্রিলার। এ সিনেমার গল্পে দেখা যাবে একজন ভাইকিং রাজপুত্রকে নিজের পিতৃহত্যার প্রতিশোধ নিতে।

ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস
পরিচালক : স্যাম রাইমি
চরিত্রায়ন : বেনেডিক্ট কাম্বারব্যাচ, এলিজাবেথ ওলসেন, বেনেডিক্ট ওং, চিওটেল এজিওফোর, র‌্যাচেল ম্যাকঅ্যাডামস
সম্ভাব্য মুক্তি : মে ৬

ডিসি লিগ অব সুপার-পেটস
পরিচালক : জ্যারেড স্টার্ন

চরিত্রায়ন : অজানা
সম্ভাব্য মুক্তি : মে ২০
অ্যানিমেটেড এ সিনেমায় সুপারহিরোদের একসঙ্গে অপরাধ ঠেকাতে দেখা যাবে। তবে এ সুপারহিরোরা হচ্ছে কুকুর ও বিড়ালের মতো পোষ্যরা।

টপ গান : মাভেরিক
পরিচালক : জোসেফ কোসিন্সকি
চরিত্রায়ন : টম ক্রুজ, জেনিফার কনলি, জন হ্যাম, ভ্যাল কিলমার, মাইলস টেলার
সম্ভাব্য মুক্তি : মে ২৭
৩০ বছর পর ‘টপ গান’-এর সিক্যুয়েল আসছে। কিন্তু টম ক্রুজ এখনো একটুও পাল্টাননি। এ সিনেমায় গুজ-এর ছেলে হিসেবে অভিনয় করতে পারেন মাইলস টেলার। ট্রেইলারে টম ক্রুজকে দেখা গেছে মোটরসাইকেল চালাতে, ভলিবল খেলতে আর জেট ফাইটার নিয়ে দুর্দান্ত সব ম্যানুভার দেখাতে।

জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন
পরিচালক : কলিন ট্রেভোরো
চরিত্রায়ন : ক্রিস গ্র্যাট, ব্রাইস ড্যালাস হাওয়ার্ড, স্যাম নেইল, লরা ডার্ন
সম্ভাব্য মুক্তি : জুন ১০
খুব সম্ভবত ‘জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম’-এর গল্পের রেশ ধরে এগিয়ে যাবে নতুন সিনেমাটির গল্প। লরা ডার্ন ও স্যাম নেইল, ফ্র্যাঞ্চাইজটির আদি দুই তারকা ফিরে আসছেন ‘ডমিনিয়ন’-এ।

মিনিয়নস : দ্য রাইজ অব গ্রু
পরিচালক : কাইল বাল্ডা, ব্র্যাড অ্যাবেলসন
চরিত্রায়ন : পিয়ের কফিন
সম্ভাব্য মুক্তি : জুলাই ১
প্রথম ‘মিনিয়ন’ সিনেমা বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন ডলার আয় করেছিল। শেষবার মিনিয়নদের দেখা গিয়েছিল তরুণ গ্রু-এর সাক্ষাৎ পেতে। ‘দ্য রাউজ অব গ্রু’-তে সম্ভবত গ্রু-কে নিয়ে নতুন অ্যাডভেঞ্চার শুরু করবে হলদে মিনিয়নদের দল।

থর : লাভ এন্ড থান্ডার
পরিচালক : তাইকা ওয়াইতিতি
চরিত্রায়ন : ক্রিস হেমসওর্থ, টেসা থম্পসন, নাটালি পোর্টম্যান, ক্রিশ্চিয়ান বেইল, ক্রিস প্র্যাট, ডেভ বাতিস্তা
সম্ভাব্য মুক্তি : জুলাই ৮
২০২২ সালে এমসিইউর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে থরকে নিয়ে। এর আগে ‘থর : র‌্যাগনারক’ পরিচালনা করেছিলেন তাইকা ওয়াইতিত। জেন ফস্টার হিসেবে আবারো হাজির হবেন নাটালি পোর্টম্যান, কান পাতলে শোনা যায় তিনি নাকি থরের হাতুড়ি উত্তোলন করবেন এ সিনেমায়। ক্রিশ্চিয়ান বেইল এ সিনেমার মাধ্যমে মার্ভেলের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজে যোগ দেবেন।

ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অব ডাম্বেলডোর
পরিচালক : ডেভিড ইয়েটস
চরিত্রায়ন : এডি রেডমায়েন, জুড ল, ম্যাজ মিকেলসন, এজরা মিলার
সম্ভাব্য মুক্তি : জুলাই ১৫
এ সিনেমার গল্প হ্যারি পটারের হগওয়ার্টস-এ ভর্তি হওয়ার কয়েক দশক আগের ঘটনা নিয়ে। এতে এভিল উইজার্ড হিসেবে দেখা যাবে হালের জনপ্রিয় অভিনেতা ম্যাজ মিকেলসেনকে।

মিশন : ইম্পসিবল ৭
পরিচালক : ক্রিস্টোফার ম্যাককোয়ারি
চরিত্রায়ন : টম ক্রুজ
সম্ভাব্য মুক্তি : সেপ্টেম্বর ৩০
দুর্দান্ত, চোখ ধাঁধানো সব স্ট্যান্ট দেখিয়ে ভিলেইনদের নাকের পানি চোখের পানি এক করতে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের সপ্তম সিনেমা নিয়ে আসছেন টম ক্রুজ। গত দুটি সিনেমার মতো এটা লেখা ও পরিচালনার দায়িত্ব ছিল ক্রিস্টোফার ম্যাককোয়ারির হাতে।

স্পাইডার-ম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স (পার্ট ১)
পরিচালক : হোয়াকিম দোস সান্তোস
চরিত্রায়ন : শামেইক মুর, হাইলি স্টেইনফিল্ড, অস্কার আইজ্যাক, ইসা রে
সম্ভাব্য মুক্তি : অক্টোবর ৭
‘এর আগে স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’ অ্যানিমেটেড চলচ্চিত্রটি অস্কার জিতেছিল। মাইলস মোরালেস-এর চরিত্রে আগের মতোই কণ্ঠ দেবেন শামেইক মুর। এ বছরের অন্যতম প্রত্যাশিত অ্যানিমেটেড সিনেমা এটি।

দ্য ফ্ল্যাশ
পরিচালক : অ্যান্ডি মুশেইটি
চরিত্রায়ন : এজরা মিলার, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, সাশা ক্যাল
সম্ভাব্য মুক্তি : নভেম্বর ৪
এ সিনেমার গল্প নিয়ে এখনো বিশেষ কিছু জানা যায়নি। মাইকেল কিটন অভিনয় করবেন ব্রুস ওয়েন হিসেবে। কমিক ‘ফ্ল্যাশপয়েন্ট’-এর গল্পের রেশ ধরে এগিয়ে যাবে এটির গল্প। শেষমেষ কিছু কক্রসওভার দেখা যেতে পারে ‘দ্য ফ্ল্যাশ’-এ।

ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরেভার
পরিচালক : রায়ান কুগলার
চরিত্রায়ন : লেটিশিয়া রাইট, ডানাই গুরিরা, লুপিতা ইয়ং, মার্টিন ফ্রিম্যান
সম্ভাব্য মুক্তি : নভেম্বর ১১
কোলন ক্যান্সারে ২০২০ সালে হঠাৎই চলে যান চাডউইক বোজম্যান। তার মৃত্যুতে এমসিইউর ব্ল্যাক প্যান্থার কারেক্টারের সঙ্গে সম্পর্কিত আর কোনো সিনেমা আসবে কিনা তা নিয়ে দর্শকের মধ্যে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত নতুন আরেকটা ব্ল্যাক প্যান্থার সিনেমা দেখতে পাবেন ভক্তরা। বলা বাহুল্য এতে থাকছেন না বোজম্যান। সিনেমার মূল গল্প তৈরি হবে রাজা টি’চালা’র (বোজম্যান) বোন শুরি’র (রাইট) ওপর। টি’চালার অনুপস্থিতি গল্পে কীভাবে ব্যাখ্যা করা হবে তা নিয়েও এখনো কিছু জানা যায়নি।

অ্যাকুয়াম্যান এন্ড দ্য লস্ট সিম্বল

পরিচালক : জেইমস ওয়ান
চরিত্রায়ন : জেসন মমোয়া, অ্যাম্বার হার্ড, প্যাট্রিক উইলসন, ইয়াহিয়া আবদুল-মতীন টু
সম্ভাব্য মুক্তি : ডিসেম্বর ১৬
এ সিনেমাটির বিষয়বস্তু নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

অ্যাভাটার ২
পরিচালক : জেমস ক্যামেরন
চরিত্রায়ন : স্যাম ওরথিংটন, জো সালডানা, সিগর্নি ওয়েভার, কেইট উইন্সলেট, ভিন ডিজেল, স্টিফেন ল্যাং
সম্ভাব্য মুক্তি : ডিসেম্বর ১৬
এক সময় সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ছিল জেইমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। প্রায় দেড় যুগ আগে এটির সিক্যুয়েল তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল, অবশেষে তা বাস্তবে পরিণত হচ্ছে। গল্পে দেখা যাবে প্রধান দুই চরিত্র প্যান্ডোরাতে ঘরসংসার বাঁধলেও হঠাৎ করে পুরনো শত্রæর আবির্ভাব হয়।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়