ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

ইমরুল-মোসাদ্দেক দ্বৈরথ আজ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জমে উঠেছে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ হোম অব ক্রিকেট মিরপুরে সাড়ে ১২টায় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৫টায় একই মাঠে খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে যাই হোক দেশি-বিদেশি তারকা ক্রিকেটারে ঠাসা বিপিএল ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করে সব সময়ই। এবারের আসরে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, পারভেজ ইমনদের সঙ্গে রয়েছেন ফাফ ডু প্লেসি, মঈন আলি ও সুনীল নারাইনের মতো বিদেশি তারকারা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসকে। এর আগে ২০১৯ সালে ইমরুলের নেতৃত্বেই কুমিল্লা শিরোপা জিতেছিল। সে কারণে তার ওপর এবারো আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ওই মৌসুমে অবশ্য শুরুতে ইমরুল অধিনায়ক ছিলেন না। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে শুরুর কয়েকটি ম্যাচে টস করতে দেখা গেছে। পরে স্মিথ ইনজুরিতে দেশে ফিরলে তার জায়গাতে দায়িত্ব পান ইমরুল। বিপিএলে ইমরুলের পারফরমেন্সও দুর্দান্ত। গত সাত আসরে ৮১ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১ হাজার ৭৭৪ রান। কোনো সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি আছে ৮টি। সর্বশেষ মৌসুমে দারুণ সময় কাটিয়েছিলেন। ১৩ ম্যাচে ৪৯.১১ গড়ে তার রান ছিল ৪৪২। এক আসরেই পেয়েছিলেন ৪টি হাফসেঞ্চুরি।
এছাড়া প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। অষ্টম আসরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। বাংলাদেশে এসে বাইশ গজের জন্য প্রস্তুত হওয়ার পাশাপাশি বাঙালি ঐতিহ্য গায়ে মাখার চেষ্টা করছেন এই প্রোটিয়া ক্রিকেটার। তাই বাংলা শেখার চেষ্টা করার পাশাপাশি বাংলা খাবারও খাচ্ছেন তিনি। গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্লেসি বলেন, বাংলা শব্দ এখনো ভালো করে শেখা হয়নি। এখন স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করছি। রাতে বিরিয়ানি খেয়েছি, বেশ ভালো ছিল। তাছাড়া পেয়ারা, মরিচ ও লেবু দিয়ে একটা খাবার দিয়েছিল, সেটাও ভালো লেগেছে। ফ্র্যাঞ্চাইজিরা সব সময়ই সাফল্য চায়। সব ক্রিকেটাররাও এটাই চায়। আমার যে অভিজ্ঞতা আছে আমি অবশ্যই তা সবার সঙ্গে শেয়ার করব। আর ব্যাটসম্যান হিসেবে বা নেতৃত্বের জায়গা থেকেও আমার যতটা সম্ভব দলের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতার মধ্যে থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।
চেন্নাই সুপার কিংসের হয়ে গতবার আইপিএলের শিরোপা জিতেছেন প্লেসি। তিনি চেন্নাই ও কুমিল্লার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন। এবিষয় অভিজ্ঞ ক্রিকেটার প্লেসি বলেন, আমি দুদলের (সিএসকে-কুমিল্লা) মধ্যে বেশ কিছু মিল দেখেছি। যেমন দুদলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে, তাই আমার জন্য সিদ্ধান্ত নেয়াটাও সহজ ছিল। আর দুদলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব রিলাক্স।
এদিকে এবার সিলেট সানরাইজার্সের নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে। দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে সিলেট। এবার বিপিএলে সিলেট সানরাইজার্সের হয়ে খেলবেন পেসার তাসকিন আহমেদ। এই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে থাকতে চান।
নিজের লক্ষ্য নিয়ে তাসকিন বলেন, প্রতি বছরই সুযোগ পাই। এবার আমার লক্ষ্য থাকবে সেরাটা দেয়ার। তবে, নিজের প্রক্রিয়া ধরে রাখতে চাই। আমার তো ইচ্ছা আছে, সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে আসতে চাই। তবে যে প্রক্রিয়া সব সময় অনুসরণ করছি, সেটি ঠিক রাখতে চাই।
এদিকে এবার অন্য দলের তুলনায় মিনিস্টার ঢাকায় অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফি-রুবেল-জহুরুল ইসলাম অমিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন দলে। এই দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ।
তাছাড়া ক্রিকেটপ্রেমীরা জানেন, বিপিএলে সফল অধিনায়ক মাশরাফি। এই টুর্নামেন্টের শিরোপা-ভাগ্য ববাবরই মাশরাফির সঙ্গে থাকে। বিদেশি তারকায় ঠাসা গত বিপিএলের সাত আসরের ৪টি শিরোপা জিতেছেন মাশরাফি। তিনি চারবার অধিনায়ক ও একবার শুধু খেলোয়াড় হিসেবে শিরোপা লুফে নিয়েছেন। যা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আর কোনো অধিনায়ক এই রেকর্ড গড়তে পারেননি।
ম্যাশের নেতৃত্বে ঢাকা, কুমিল্লা রংপুর ও খুলনা বিপিএিলের শিরোপা ঘরে তুলেছে। এর আগে বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ২০১২-১৩ বিপিএলে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা গø্যাডিয়েটরস। এরপর ২০১৫ সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন তিনি। ২০১৭ সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এরপর ২০২০ সালে জেমকন খুলনার জার্সিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতেন।
এছাড়া বিপিএলে গতকাল উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে সাকিবের দল বরিশাল। চট্টগ্রামের দেয়া ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল বাকি থাকতে বরিশাল ম্যাচ জিতে মাঠ ছাড়ে। তবে বল হাতে ঠিকই নিজের সেরাটা দিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মিরাজ। তিনি বল হাতে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। দল হারলেও ব্যাট-বলে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন চট্টগ্রাম অধিনায়ক মিরাজ।
তবে যাইহোক আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে জিততে মরিয়া হয়ে আছে মিরাজ। তবে তাদের স্কোয়াডে খুব বেশি তারকা ক্রিকেটার নেই। যারা আছেন তাদের নিয়ে ঘুরে দাঁড়াতে চায় চট্টগ্রামের অধিনায়ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়