ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

আলিফ গ্রুপের চেয়ারম্যান পেলেন সিআইপি কার্ড

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ীদের মধ্যে সিআইপি কার্ড প্রদান করেন। এ বছরসহ গত ২৮ বছর ধরে সিআইপি কার্ড পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলিফ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। তিনি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইর প্রেসিডেন্ট জসীম উদ্দিন এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শিল্প, বাণিজ্য ও পণ্য রপ্তানিতে অবদান রাখার জন্য ১৭৬ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা দিয়েছে সরকার। প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী ব্যবসায়ীদের সিআইপি হিসেবে ঘোষণা করে। এবারের তালিকাটি ২০১৮ সালের জন্য।
উল্লেখ্য, দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান, উৎসাহ-উদ্দীপনা ও পারস্পারিক প্রতিযোগিতার আবহ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে সিআইপি কার্ড বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়