ঢামেকে আগুন আতঙ্ক, রোগীর স্বজনদের ছুটাছুটি

আগের সংবাদ

কড়া নির্দেশনা কার্যকরে ঢিলেমি

পরের সংবাদ

হিম-কুহেলীর আগমনে

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হিমবুড়ি এসেছে বইছে উত্তরের হাওয়া
কুয়াশার শুভ্র চাদরে নীল দিগন্ত ছাওয়া
রাতভর কুহেলীর কান্না-ঝরে পড়ে জল
ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির জলমল।

শুকনো পাতারা ঘুমিয়ে গেছে মর্মর গান গেয়ে
সরষে খেতের হলুদ সোনায় চারদিক গেছে ছেয়ে,
ধোঁয়া উঠা হিম-শীতল নদীর জলে
পানকৌড়ির দল ডুব দেয় পলে-পলে।

ভরা তটিনীর জল কমে স্রোতে পড়ে টান
নেই বর্ষার রূপ যৌবন উপচে পড়া বান,
গোলায় যে উঠেছে আগেই অগ্রহায়ণের ধান
গ্রামে গ্রামে ম-ম ছড়িয়ে গেছে পিঠা পুলির ঘ্রাণ।

ভোর না হতে খেজুর গাছে উঠে গেছে গাছি,
ফুলের মধু সতত শুঁকছে মৌমাছি-
ডালিয়া, আদুরে পিটুনিয়া ফোটে আছে অফুরান
হিম-কুহেলীর আগমনে প্রকৃতি পেয়েছে অন্য প্রাণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়