ঢামেকে আগুন আতঙ্ক, রোগীর স্বজনদের ছুটাছুটি

আগের সংবাদ

কড়া নির্দেশনা কার্যকরে ঢিলেমি

পরের সংবাদ

রাণীনগর : গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগরে এক গৃহবধূকে উত্ত্যক্ত করায় মো. পবন (৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মো. পবন নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের মৃত তালেব প্রামাণিকের ছেলে। পেশায় সে ট্রাক্টরচালক।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের এক গৃহবধূকে মোবাইল ফোনে ও পথে-ঘাটে প্রায় সময়ই উত্ত্যক্ত করত পবন। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পশ্চিম বালুভরা গ্রামে এসে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে সে। এ সময় গৃহবধূর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পবনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। গত বুধবার রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়