ঢামেকে আগুন আতঙ্ক, রোগীর স্বজনদের ছুটাছুটি

আগের সংবাদ

কড়া নির্দেশনা কার্যকরে ঢিলেমি

পরের সংবাদ

ভারতের ৬ ক্রিকেটার করোনা আক্রান্ত

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯বিশ্বকাপ ২০২২ আসরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ছয়জন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার বি গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই করোনা শনাক্ত হয় তাদের। এরপরই ভারতের ৫ ক্রিকেটারকে দ্রুত আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়।
করোনা ভাইরাসে আক্রান্ত খেলোয়াড়রা হলো: অধিনায়ক যশ ধূল, সহ-অধিনায়ক এসকে রসিদ, মানব পারেখ, সিদ্ধার্থ পারেখ, আরাধ্য যাদব ও বাসু ভাট।
আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন একাদশ তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের। ১৭ জনের স্কোয়াডের ৬ জনই করোনা আক্রান্ত হওয়ায় একাদশে রাখার মত ঠিক ১১ জন ক্রিকেটারই ছিল ভারতের। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৪ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৫উইকেটের বিনিময়ে ৩০৭ রান করেন টিম ইন্ডিয়া। জবাবে আইরিশরা ভারতীয় বোলারদের দাপটে ১৩৩ রানে অলআউট হয়ে যায়।
বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআই অফিসিয়ালি জানিয়েছে, ‘তিনজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই আইসোলেশনে চলে গেছেন। ম্যাচের ঠিক আগেই আমাদের অধিনায়ক ও সহ অধিনায়কও করোনা আক্রান্ত হন। যদিও টেস্টটি চূড়ান্ত নয়।’

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গেও যোগাযোগ রেখে বোর্ড পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়রা আইসোলেশনেই থাকবে। তবে তারা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়