ঢামেকে আগুন আতঙ্ক, রোগীর স্বজনদের ছুটাছুটি

আগের সংবাদ

কড়া নির্দেশনা কার্যকরে ঢিলেমি

পরের সংবাদ

উদীচী চট্টগ্রাম জেলা সম্মেলন : জসীম সভাপতি অসীম সম্পাদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের (একাংশ) অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাংবাদিক জসীম চৌধুরী সবুজকে সভাপতি এবং এডভোকেট অসীম বিকাশ দাশকে সাধারণ সম্পাদক করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনে সাংগঠনিক অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ডা. অসীম চৌধুরীর সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, শৈবাল আদিত্য, হাসান ফেরদৌস, কেন্দ্রীয় সংসদের পারভেজ মাহমুদ, জহির উদ্দিন বাবর, আরিফ নূর, সুচরিত দাশ খোকন, দেবাশীষ রুদ্র প্রমুখ।
‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ স্লোগান নিয়ে সকালে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের অষ্টাদশ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সদস্যদের অংশগ্রহণে সাংগঠনিক অধিবেশন শুরু হয়।
পরে বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্মেলনস্থলে। এতে অংশ নেয় সংগীত ভবন, সৃজনি সাংস্কৃতিক অঙ্গন, উদীচী বোয়ালখালী শাখা সংসদ, বোধন আবৃত্তি পরিষদ এবং শ্রেয়সী রায়। অনুষ্ঠানে গীতিনাট্য ‘ভালোবাসা ও প্রশান্তির পৃথিবী’ পরিবেশনায় অংশ নেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়