ঢামেকে আগুন আতঙ্ক, রোগীর স্বজনদের ছুটাছুটি

আগের সংবাদ

কড়া নির্দেশনা কার্যকরে ঢিলেমি

পরের সংবাদ

আইনশৃঙ্খলা কমিটির সভা : ঈশ্বরদীতে মাস্ক পরা নিশ্চিতে কঠোর প্রশাসন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাস্ক পরা নিশ্চিত করতে কঠোর থাকবে প্রশাসন। ঈশ্বরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন সিদ্ধান্ত এসেছে। গতকাল বৃহস্পতিবার পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি। সভায় মাস্ক পরা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ, সড়ক দুর্ঘটনা এবং রূপপুর প্রকল্পে বিদেশিদের তৈরি করা ক্ষতিকারক মদ প্রস্তুত ও পান, কেপিআইভুক্ত প্রকল্প এলাকায় চুরির বিষয়সহ অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, মাদকের পরিদর্শক ছানোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়