সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

সাকিব, মুশফিক ও মিরাজ ক্রিকইনফো বর্ষসেরায় : মোস্তাফিজ আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ক্রিকেটে বল হাতে মাঠ দাপিয়ে বেড়ান টাইগার কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বোলিং তোপের সামনে বিশ্বের তারকা ব্যাটসম্যানদের হৃদস্পন্দন বেড়ে যায়। দুর্দান্ত বোলিংয়ে সুবাদে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে মোস্তাফিজের। এক বর্ষপঞ্জিকায় ব্যাট, বল কিংবা অলরাউন্ড পারফরমেন্স করে যারা মন কেড়েছেন, তাদের নিয়ে গতকাল ১১ জনের দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট অভিভাবক সংস্থা আইসিসি। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও শাহিন শাহ আফ্রিদি।
এছাড়া ক্রিকইনফোর বর্ষসেরা পারফর্মারদের মনোনয়ন তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তিন তারকা টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের দাপট নতুন কিছু নয়। এই তিন টাইগার ক্রিকেটারের দুর্দান্ত পারফরমেন্স দেখে মুগ্ধ হচ্ছেন না, এমন দর্শক ক্রিকেট বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। তাই সেই বর্ষসেরা পারফর্মারদের মনোনয়ন তালিকায় রয়েছেন সাকিব, মুশফিক ও মিরাজ। বছর শেষে সেরা পারফরর্মারদের বেছে নেয়া ক্রিকইনফোর প্রচলিত রীতি। মূলত পারফরমেন্সের ওপর ভিত্তি করে দেয়া হয় এসব পুরস্কার। ফলে খেলোয়াড় নয়, এখানে মনোনয়ন পায় তাদের নির্দিষ্ট পারফরমেন্স। সেখানে বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরমেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের করা একটি ইনিংস মনোনয়ন পেয়েছে।
গত মে মাসে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন মুশফিক। তার ওই ইনিংসের কল্যাণেই প্রথমবারের মতো লঙ্কানদের ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ে বাংলাদেশ। ওই ম্যাচে বাকি ব্যাটাররা সেভাবে অবদানই রাখতে পারেননি। মূলত মুশফিকের ১২৫ রানে ভর করেই ২৪৬ রানের স্কোর পায় স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেটে করতে পারে ১৪১ রান। ওয়ানডের বর্ষসেরা ব্যাটিং পারফরমেন্সে আর কোনো বাংলাদেশির স্থান হয়নি। তবে ওয়ানডের বর্ষসেরা বোলিং পারফরমেন্সে মনোনয়ন পেয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স।
গত বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার শাস্তি শেষে ওটাই ছিল তার প্রথম ম্যাচ। প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে বল হাতে ঘূর্ণিজাদু দেখান বিশ্বসেরা অলরাউন্ডার, ৮ রানে নেন ৪ উইকেট। পাশাপাশি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে উপহার দেন সবচেয়ে কৃপণ বোলিংয়ের। ৭.২ ওভারে ২ মেডেনে দিয়েছেন মাত্র ৮ রান। তাতে ৩২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজও গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। তাই সাকিবের এই পারফরমেন্স বিচারকদের রায়ে জায়গা করে নিয়েছে বর্ষসেরা বোলিং পারফরমেন্সের মনোনয়ন তালিকায়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে হওয়া ওয়ানডে সিরিজের আরেকটি পারফরমেন্সও জায়গা করে নিয়েছে এই তালিকায়। ঢাকায় প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নেন মিরাজ। বাংলাদেশ ২৫৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল লঙ্কানদের। সফরকারীরা তার জবাবটাও ভালোমতো দিচ্ছিল। একপর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ৮২ রান। সেখান থেকে মিরাজের বোলিং নৈপুণ্যেই ১০২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে শ্রীলঙ্কা করতে পারে ২২৪ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়