সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

রাণীনগর : হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ আলেপ সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ী ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
আলেপ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাসমত সরদারের ছেলে ও বিপ্লব জালালাবাদ গ্রামের মোজাফর মণ্ডলের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী আলেপকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেড় লাখ টাকা মূলের ১৫ গ্রাম হোরোইন ও ১১ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, সিআর ৬৯০/১৭ মামলায় আদালত বিপ্লবকে দুই বছরের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই সে পলাতক ছিল। গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মিঠাপুর বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনকে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়