সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

মোস্তাফা জব্বার : আগামীতে মোবাইল হ্যান্ডসেট রপ্তানি করব আমরা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশীয় চাহিদা মিটিয়ে আগামীতে মোবাইল ফোন হ্যান্ডসেট বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল বুধবার স্থানীয় মোবাইল হ্যান্ডসেট নির্মাতাদের সঙ্গে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রমনায় বিটিআরসির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোস্তাফা জব্বার জানান, গত চার বছরে দেশের ১৪টি কারখানায় ২ কোটি ৬১ লাখ মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করা হয়েছে। এর মধ্যে ফিচার ফোন থেকে শুরু করে ৫জি হ্যান্ডসেটও রয়েছে। তিনি বলেন, আমাদের উৎপাদিত মোবাইল হ?্যান্ডসেট এ পর্যন্ত অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৬৩ ভাগ পূরণ করছে। প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এতে।
দূর ভবিষ্যতে আমরা হ্যান্ডসেট রপ্তানি করতে যাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসির চেয়ারম?্যান শ?্যাম সুন্দর সিকদার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এতে বিশেষ অতিথি ছিলেন। মতবিনিময় সভায় দেশের ১৪টি মোবাইল কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়