সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

বাহুবল : নির্বাচনী মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিলে অজ্ঞাত দুর্র্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার মিঠাপুর গ্রামের মো. ছায়েদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে রাজাপুর বাজারে বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থনে মিছিল শুরু হয়।
একপর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্ত মিছিলে অংশগ্রহণকারী আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এ হামলাকালে নিহত আল আমিন তার পাশেই ছিল।
আল আমিনের স্বজনরা জানান, তার ২৮ জানুয়ারি কাতার যাওয়ার জন্য প্রক্রিয়া শেষ হয়েছিল।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী।
থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়