সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

জুলু রাজার ছয় বিধবার দখলি লড়াই

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রয়াত জুলু রাজার ছয় বিধবার মধ্যে একজন উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই শুরু করেছেন। গত মঙ্গলবার দেশটির কোয়া-জুলু নাটাল প্রদেশের একটি আদালতে এ আইনি লড়াই শুরু হয়। আইনি লড়াই শুরু করা নারীর যুক্তি, তিনিই রাজার একমাত্র বৈধ বিধবা। কারণ, রাজার সঙ্গে তার বিয়ে দেওয়ানি আইন অনুযায়ী হয়েছিল। রাজা বাকি পাঁচ নারীকে বিয়ে করেছিলেন ঐতিহ্যগত রীতিনীতি অনুসারে।
জুলু রাজা গুডউইল জুয়েলিথিনি গত বছরের মার্চে ৭২ বছর বয়সে মারা যান। তিনি ৫০ বছর সিংহাসনে ছিলেন। তিনি ৬ জন স্ত্রী ও কমপক্ষে ২৮ জন সন্তান রেখে গেছেন। রাজা তার ইচ্ছাপত্রে (উইল) প্রিয় স্ত্রী শিওয়ে মান্টফোম্বি ডলামিনিকে ১ কোটি ১০ লাখ জুলু জনগোষ্ঠীর শাসক হিসেবে নামকরণ করে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়