সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

গ্রীণল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই মারা গেছেন

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সৌদি আরব কমান্ডের প্রতিষ্ঠাকালীন কমান্ডার, যুদ্ধকালীন কমান্ডার, গ্রীণল্যান্ড গ্রুপ এর চেয়ারম্যান ফেনীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই (৭২) করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় মারা গেছেন। তিনি সহধর্মিণী, দুই ছেলে এক মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল ১১টায় ফেনীর সোনাগাজীর নবাবপুরে জানাজা শেষে বাবা ও মা এর কবরের পাশে রাষ্টীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এম পি, মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অবঃ) জাফর ইমাম বীর বিক্রম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ্ব শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতিক ও বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফেরদৌস আলম মজুমদার। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়